ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, মায়ের অবস্থাও আশঙ্কাজনক 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩  
সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, মায়ের অবস্থাও আশঙ্কাজনক 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৩ সন্তানসহ মা বিষপান করেছেন। এতে ৩ সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়লেও মা যমুনা আক্তার (৩০) কে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জামালগঞ্জ উপজেলা ফেলারবাক ইউনিয়নের শান্তিপূর গ্রামে এ বিষপানের ঘটনা ঘটে।

মৃত্যুর কোলে ঢলে পড়া ৩ সন্তানের নাম সাকিবা আক্তার (১৪), তামজিদ হোসেন (১৩) ও সাহেদ হোসেন (৭)। তারা শান্তিপূর গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) এর সন্তান। 

পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, স্বামী জাহাঙ্গীরের সাথে ঝগড়া করে স্ত্রী যমুনা বেগম সন্তানদের নিয়ে কীটনাশক পান করে। পরে এলাকাবাসী তাদের চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতব্যরত চিকিৎসক শাহেদ, তামজীদ ও সাকিবাকে মৃত ঘোষণা করে। মা যমুনা আক্তারকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস। তিনি বলেন, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে একই পরিবারের ৩ সন্তানসহ ৪ জন বিষপান করে। ৩ সন্তান মারা গেছে, তবে মা এখনও বেঁচে আছে। মাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। তার স্বামী পলাতক।

মনোয়ার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়