ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ছে যে কারণে

মোস্তফা আরিফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ৭ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ছে যে কারণে

পৃথিবীর সব দেশেই ক্ষুধার্ত মুখগুলো প্রায় একইরকম। বাড়ছে সেই মুখের সংখ্যা

মোস্তফা আরিফ  : বিশ্বে ধনী-দরিদ্রের অর্থনৈতিক বৈষম্য ক্রমাগত বেড়েই চলেছে। আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগী ও উন্নয়ন সংস্থা ওইসিডি এ তথ্য জানিয়েছে।  তথ্যটিতে নতুনত্ব কিছু আছে বলে মনে হয় না। ধনী-দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দিনকে দিন বেড়েই চলেছে তাতে অবাক হওয়ার কিছু নেই।

ওইসিডি ৩৪টি সদস্য রাষ্ট্রের মোট জনসংখ্যার মধ্যে শতকরা ১০ ভাগ ধনী ব্যক্তি বাৎসরিক যে অর্থ উপার্জন করে তা দরিদ্র এবং উন্নয়নশীল বিশ্বের মোট জনগোষ্ঠী আয় করে না। এমনকি উন্নত বিশ্বের ধনী ব্যক্তিবর্গ যে আয় করে তা তার দেশের দরিদ্র জনগোষ্ঠীর শতকরা ৯ দশমিক ৬০ ভাগ বেশি।

অর্থনৈতিক বৈষম্য নির্ধারণের সঠিক কোনো মানদণ্ড নিরূপণ করা সম্ভব নয় বলে ওইসিডি’র অর্থনীতিবীদগণ মনে করেন। তারা বৈষম্যের এ সূচক নির্ধারণ করেছে বিগত কয়েক বছর অর্থনৈতিক সংকটের ভিত্তিতে। এ সংকট এখন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। ওইসিডি সতর্ক সংকেত জানিয়ে দিয়েছে। তাদের মতে এ বিশাল বৈষম্যের ফলে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হ্রাস পাবে। এটা বিশ্ব অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।  

বিশ্ব অর্থনীতির বৈষম্যের কারণ হিসাবে ওইসিডি শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশের শিক্ষাব্যবস্থা এতটাই দুর্বল, যার ফলে এ শিক্ষা গ্রহণ করে উপযুক্তভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না অনেকেই। শিক্ষার সাথে কর্মক্ষেত্রের বাস্তব যোগসূত্র নেই। এর ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।

রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৫/তাপস রায়       

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়