ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে মেয়র হলেন কামাল

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৫ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
বরিশালে মেয়র হলেন কামাল

জেলা সংবাদদাতা
বরিশাল, ১৬ জুন : বরিশাল সিটি করপোরেশনের মেয়র হলেন ১৮ দলীয় জোটের মো. আহসান হাবিব কামাল।

তিনি আনারস প্রতীক নিয়ে ১৭ হাজার ১০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার মোট ভোট ৮৩ হাজার ৭৫১।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তার কাছের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. শওকত হোসেন হিরন (টেলিভিশন প্রতীক) ৬৬ হাজার ৭৪১ ভোট পেয়েছেন।

এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুন (প্রতীক দোয়াত-কলম) পেয়েছেন এক হাজার ৮০৭ ভোট।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশনে (বসিক) ওয়ার্ডের সংখ্যা সংরক্ষিত ১০ এবং সাধারণ ৩০টি। মোট ভোটার সংখ্যা দুই লাখ ১১ হাজার দুইশ ৫৭ জন।

এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাত হাজার ৬২৫ জন ও নারী ভোটার এক লাখ তিন হাজার ছয়শ ৩২ জন।

সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৪৫ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১১৬ জন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ২৯ এপ্রিল বরিশাল, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।

এর আগে ২০০৮ সালের ৪ আগস্ট সর্বশেষ এ চার সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

রাইজিংবিডি/এলএ/ এমএএস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়