ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগ ৩৪, বিএনপি ৩৯ উপজেলায় জয়ী

বকুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১৯ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগ ৩৪, বিএনপি ৩৯ উপজেলায় জয়ী

উপজেলা পরিষদ নির্বাচন

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি : প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনে ৯৭টি উপজেলার মধ্যে সর্বশেষ ৯৪টি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

এরমধ্যে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার তালিকায় এগিয়ে আছেন বিএনপি-জামায়াত জোটের ১৯ দলের প্রার্থীরা। প্রাপ্ত ৯৪টি উপজেলার মধ্যে ১৯ দল সমর্থিত প্রার্থীরা (বিএনপি ৩৯টি ও জামায়াত ১৩টি) ৫২টি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ৩৪টি উপজেলার প্রার্থীরা। বাকী ৮টি উপজেলার মধ্যে ৩টিতে স্বতন্ত্র প্রার্থী, ১টিতে জাতীয় পার্টি, ১টিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী, ২টিতে ইউপিডিএফ প্রার্থী ও ১টিতে জেএসএস মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন।

ফলাফল পাওয়া যায়নি ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার।

বিভিন্ন উপজেলার ফলাফল নিচে উল্লেখ করা হলো-

সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৫১টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম (আনারস) ২৮ হাজার ২০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আহমদ (কাপ-পিরিচ) পেয়েছেন ২৩ হাজার ১৫২ ভোট।

দোয়ারা বাজার উপজেলার ৫৫টি কেন্দ্রে ২৭,১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইদ্রিছ আলী বীর প্রতিক। তার নিকটতম জামায়াত মনোনিত প্রার্থী ডা. আব্দুল কদ্দুছ পেয়েছেন ২১৮৮১ ভোট।

ছাতক উপজেলার ৮৮টি ভোটকেন্দ্রে ৩০,৮২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওলিউর রহমান বকুল। তার নিকটতম জামায়াত সমর্থিত রেজাউল করিম তালুকদার (টেলিফোন) পেয়েছেন ২৪,১২৩ ভোট।

খাগড়াছড়ি: সদর উপজেলায় চেয়ারম্যান পদে ১৬২ ভোটের ব্যবধানে ইউপিডিএফ সমর্থিত চঞ্চুমনি চাকমা  নির্বাচিত হয়েছেন। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩,৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কংচারী মগ দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৩,২৬২ ভোট।

রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত শহিদুল ইসলাম ভুঁইয়া ফরহাদ ১০,৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চাইথোয়াই চৌধুরী পেয়েছেন ৫,১২৬ ভোট।

মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাগ্য মারমা ১১,৫২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী রবিউল ফারুক পেয়েছেন ৮,৩৭৬  ভোট।

মাটিরাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত তাজুল ইসলাম তাজু নির্বাচিত হয়েছেন।

পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ইউপিডিএফ সমর্থিত সব্বোত্তম চাকমা বিজয়ী হয়েছেন।

মহালছড়ি উপজেলায় জেএসএস (এম,এন লারমা) বিমলকান্তি চাকমা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

বগুড়া: ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী একে এম তৌহিদুল ইসলাম। তিনি দোয়াত-কলম প্রতিক নিয়ে ৫৮ হাজার ১৭৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শাজাহান আলী ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৩৩৫ ভোট।

সেনাতলা উপজেলার বিএনপি সমর্থিত একেএম আহসানুল তৈয়ব জাকির চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উড়োজাহাজ প্রতিকে নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৯১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শজিয়াউল হক শ্যাম্পু আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ১৮৩ ভোট।

শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আলহাজ্ব দবিবর রহমান। তিনি আনারস প্রতিক নিয়ে ৮৩ হাজার ৩৮৬ ভোট পেয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু কাপপিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৫৯ ভোট।

নন্দীগ্রাম উপজেলায় জামায়াত সমর্থিত নুরুল ইসলাম মন্ডল চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতিকে পেয়েছেন ৪৫ হাজার ৪৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তৌহিদুল শামীম চৌধুরী টেলিফোন প্রতিক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৭৫৫ ভোট।

সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মাসুদুর রহমান হিরু।

দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত আব্দুল গনি মন্ডল। তিনি ৫৮ হাজার ৬০৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী কল্যান প্রসাদ পোদ্দার কাপ পিরিচ প্রতীকে ২৬ হাজার ৩৮৪ভোট।

সিরাজগঞ্জ: সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোঃ রিয়াজ উদ্দিন আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন।

কাজিপুরে আওয়ামী লীগ সমর্থিত মোজাম্মেল হক বকুল দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

উল্লাপাড়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত এ্যাড. মারুফ বিন হাবিব ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন।

রায়গঞ্জে বিএনপি প্রার্থী ভিপি আইনুল হক দোয়াত কলম প্রতীকে বিজয়ী হয়েছেন।

পঞ্চগড়: সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বোদায় দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী সফিউল্লাহ সুপি।

আটোয়ারি উপজেলায় বিএনপি সমর্থিত আবদুর রহমান আবদার ঘোড়া প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

দেবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হাসনাত জামান চৌধুরী।

হবিগঞ্জ: মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ৭২ হাজার ৯২৫ ভোট পেয়ে বিএনপি সমর্থিত সৈয়দ মোহাম্মদ শাহজাহান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত জাকির হোসেন চৌধুরী অসীম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪১৪ ভোট।

বাহুবল উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল হাই।

গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলায় স্বতন্ত্র প্রার্থী জানে আলম মোটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মকসুদপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম।

নীলফামারী: ডিমলা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. তবিবুল ইসলাম হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াত সমর্থিত মাওলানা আব্দুস সাত্তারকে (হেলিকপ্টার) ৮৪২ ভোটে পরাজিত করেন। তার প্রাপ্তভোট ৩৮০৯৫।

সৈয়দপুর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. আব্দুল গফুর সরকারকে ৬১০৬ ভোটে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. জাওয়াদুল হক (আনারস)। তার প্রাপ্ত ভোট ৫২,৪৩৫।

জলঢাকা উপজেলায় মাছ প্রতীকে জামায়াত প্রার্থী আলহাজ সৈয়দ আলী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম: মিরসরাই উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল আমিন (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫৬ হাজার ১৭৯। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৪২ হাজার ৯৫৩ ভোট।

হাটহাজারী উপজেলায় বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী (কাপ পিরিচ)। তিনি ভোট পেয়েছেন ৫৭ হাজার ১৪৪। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আবুল মনসুর পেয়েছেন ২০ হাজার ১৯৮ ভোট।

সিলেট: বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত সোহেল আহমেদ চৌধুরী।

জকিগঞ্জ উপজেলায় বিএনপি প্রার্থী ইকবাল আহমেদ দফাদার আওয়ামী লীগ প্রার্থী লেঅকমান উদ্দীন চৌধুরীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গোলাপগঞ্জ উপজেলায় জামায়াতের প্রার্থী হাফেজ নাজমুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল হাকিম চৌধুরী।

জৈয়ন্তাপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন।

গাইবান্ধা: সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থিত এএইচ এম গোলাম শহীদ রঞ্জু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩২ হাজার ২শ’ ৬২টি। তার নিকটতম বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ২৬ হাজার ৬শ’ ৬৮ ভোট।

গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফারুক কবীর আহমদ বিজয়ী হয়েছেন। তিনি ১৩০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৫শ’ ৩৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুল লতিফ প্রধান পেয়েছেন ৯৯ হাজার ৪শ’১৪ ভোট।

নওগাঁ: রানীনগর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আল ফারুক জেমস।

মহাদেবপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস সাত্তার নান্নু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বরিশাল: গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শাহ আলম খান নির্বাচিত হয়েছেন।

বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কার শামসুল আলম চুন্নু বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

ভোলা: লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী অধ্যক্ষ গিয়াস উদ্দিন (আনারস) প্রতিক নিয়ে ৮০ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান টিটো  (দোয়াত-কলম) প্রতিক নিয়ে ১০ হাজার ৫ শত ভোট পেয়েছেন।

সাতক্ষীরা: আশাশুনি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত এবিএম মোস্তাকীম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আব্দুল কাদের। তিনি পেয়েছেন ২৪ হাজার ৯’শ ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আনারস প্রতীকে এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৭’শ ১৬ ভোট।

মাদারীপুর: কালকিনি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৌফিকুজ্জামান শাহিন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৬৪ হাজার ৩৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. বজলুল করিম সেলিম পেয়েছেন ২১৮৮০ ভোট।

রংপুর: তারাগঞ্জ উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান লিটন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২৫ হাজার ৯শ ৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামসুল কাদের পেয়েছেন ১৬ হাজার ৮শ ৭৬ ভোট।

মিঠাপুকুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামাত সমর্থিত প্রার্থী গোলাম রব্বানী। তিনি পেয়েছেন ৮৭ হাজার ৩শ ৮৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছেন ৫৯ হাজার ২শ ৭৯ ভোট।

দিনাজপুর: কাহারোল উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী মামুন নির্বাচিত হয়েছেন। মামুন ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’ লীগের বিদ্রোহী প্রার্থী জেলা কৃষকলীগের সহ-সভাপতি গোপেশ চন্দ্র রায় আনারস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৪৭১ ভোট।

খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সহিদুজ্জামান শাহ আনারস প্রতীকে ৩৭ হাজার ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাহফুজার রহমান চৌধুরী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭২১ ভোট।

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী বদরুল আলম হিরো বিজয়ী হয়েছে। বদরুল আলম হিরো পেয়েছেন ৩৭৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের হুমায়ুন রশিদ মুহিত পেয়েছেন ৩৩০১১ ভোট।

সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী  নাজিম উদ্দিন আহমেদ বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে।

ঝিনাইদহ : শৈলকুপা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শিকদার মোশাররফ, ভোট পেয়েছেন ২৯৩৬৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিবুল হাসান খান (বিএনপি) ভোট পেয়েছেন ২৩২০১টি।

সদর উপেজলায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আলীম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু।

কোট চাঁদপুর উপজেলাতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়ত সমর্থিত তাজুল ইসলাম।

মানিকগঞ্জ: শিবালয় উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- আলী আকবর (বিএনপি), ভোট পেয়েছেন ৪১৫৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম খান (আ.লীগ) ভোট পেয়েছেন ৩৩৭৫৬টি।

দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- তোজাম্মেল হক তোজা (বিএনপি), ভোট পেয়েছেন ৪৫১৪৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম রাজা (আ.লীগ) ভোট পেয়েছেন ২৯৮৭৪টি।

সিঙ্গাইর উপজেলায় বিএনপি সমর্থিত আবিদুর রহমান রোমান বিজয়ী হয়েছেন।

সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- বশির উদ্দিন ঠান্ডু (বিএনপি), ভোট পেয়েছেন ৩৩৫৮৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ (আ.লীগ) ভোট পেয়েছেন ৩১২৬৬টি।

শরীয়তপুর: জাজিরা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোবারক আলী শিকদার মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ডামুড্যা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আলমগীর হোসেন মাঝি আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আনোয়ান হোসেন মাঝি।

গোসাইরহাট উপজেলায় বিএনপি প্রার্থী বুধবার দুপুর বেলা ১২টায় অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কট করায় আওয়ামীলীগ প্রার্থী সৈয়দ নাসির উদ্দিন আনারস প্রতীকে ৪৪ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কিশোরগঞ্জ: বাজিতপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- সারোয়ার আলম (আ.লীগ)।

করিমগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম সুমন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিকলী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- সাইফুল ইসলাম (আ.লীগ), ভোট পেয়েছেন ১৯৯১৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুল মোমেন মিঠু (বিএনপি) ভোট পেয়েছেন ১৯০৫১টি।

খুলনা: কয়রা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- তমিজউদ্দিন (জামায়াত), ভোট পেয়েছেন ৫৩৬৯৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল মহসিন রেজা (আ.লীগ) ভোট পেয়েছেন ৩৪৩৭১টি।

দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- খান নজরুল ইসলাম (আ.লীগ), ভোট পেয়েছেন ৩০৮১৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান (বিএনপি) ভোট পেয়েছেন ২৮৬৮১টি।

কুষ্টিয়া: সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- জাকির হোসেন সরকার (বিএনপি), ভোট পেয়েছেন ১০৬২৯৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এএএফএম আমিনুল (আ.লীগ) ভোট পেয়েছেন ৬৩৩০০টি।

ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- তোহিদুল ইসলাম (বিএনপি), ভোট পেয়েছেন ৩৮২৯৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সি্দ্দিক(আ.লীগ) ভোট পেয়েছেন ২৫৮২৬টি।

জামালপুর: সদর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ভোলা মল্লিক বিজয়ী হয়েছেন। তিনি ৮৪ হাজার ৬১৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ পেয়েছেন ৭৬ হাজার ২০৬ ভোট।

সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), ভোট পেয়েছেন ৭৩৬৯৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন পাঠান (আ.লীগ) ভোট পেয়েছেন ৬১৪০৩টি।

যশোর: অভয়নগর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- নুরুল হক মোল্লা (বিএনপি), ভোট পেয়েছেন ৬৯২৮৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিন অধিকারী (আ.লীগ) ভোট পেয়েছেন ৪১৮০৯টি।

রাজশাহী: মোহনপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক আব্দুস সামাদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৪৭ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৮১২ ভোট।

রাজবাড়ী: সদর উপজেলার চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট এম.এ. খালেক দোয়াত কলম মার্কা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
 
বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

পাংশা উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যাপক ফরিদ হাসান মন্ডল ওদুদ আনারস মার্কা প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

পাবনা: সাঁথিয়া উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমান ঘোড়া প্রতিকে ৫৪ হাজার ৫৮৯ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মীর মঞ্জুর এলাহী হেলিকপ্টার প্রতিকে পেয়েছেন ৩৮ হাজার ২৫৫ ভোট।

আটঘরিয়ায় জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম মটর সাইকেল প্রতিকে ৩৮ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত শহিদুল ইসলাম রতন আনারস প্রতিকে পেয়েছেন ৩৬ হাজার ৪৬২ ভোট।

সুজানগর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কাশেম আনারস প্রতিকে ৮০ হাজার ৫৮৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি সমর্থিত উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু মটর সাইকেল প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ১০৫ ভোট।

নেত্রকোনা: কেন্দুয়া উপজেলায় বিএনপি সমর্থিত জেলা প্রার্থী দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল দোয়াত কলম প্রতীকে বিজয়ী হয়েছেন।
 
দুর্গাপুরে আওয়ামী লীগ সমর্থিত এমদাদুল হক খান আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর: সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের প্রার্থী অ্যাড. মারুফ আহমেদ বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার: কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আ স ম কামরুল ইসলাম  কাপ পিরিচ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

নড়াইল: কালিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শামীম রহমান।

নরসিংদী: পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সৈয়দ জাবেদ হোসেন (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ আহসান হাবিব (ঘোড়া) প্রতীক নিয়ে  নির্বাচিত হয়েছেন।

নাটোর: সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনিত অ্যাডভোকেট আবুল কালাম আজাদ আনারস মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন।

গাজীপুর: কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী খন্দকার আজিজুর রহমান পেরা (আনারস) ৬৭ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লাহ (দোয়াত কলম) পেয়েছেন ৪৯ হাজার ১৪৪ ভোট।

খুলনা: দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খান নজরুল ইসলাম দোয়াত কলম প্রতীক নিয়ে বজয়ী হয়েছেন।

কয়রা উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াতের আ খ ম তমিজ উদ্দিন (ঘোড়া প্রতীক) বিজয়ী হয়েছেন।

কুড়িগ্রাম: ভুরুঙ্গামারী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ নুরুন্নবী চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ৪৯ হাজার ৪শ ৫০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

ফুলবাড়ী উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ নজির হোসেন ঘোড়া প্রতিক নিয়ে ৩২ হাজার ৪শ ৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

উলিপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী হায়দার আলী মিঞা কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৫৭ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এরআগে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৪০ জেলার ৯৭ উপজেলায় মঙ্গলবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রায় সাত হাজার ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভোট হয়েছে উৎসবের আমেজে। ৪ টায় ভোট শেষ হলেও ওই সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে লাইনে ছিলেন, তাদের সবার ভোট গ্রহণ করা হয়।

তিনি বলেন, ব্যালট পেপার ছিনতাই ও অনিয়মের কারণে ঝিনাইদহের শৈলকুপা ও নবাবগঞ্জের দড়িকান্দিতে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। তবে কোথাও বড় কোনো গোলযোগ হয়নি।

ভোট শেষ হওয়ায় পর কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়। এরপর স্থানীয় পর্যায়ে ফলাফল সংগ্রহ করে পরিবেশন করে ইসি।

ভোট চলাকালে দুপুরে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিভিন্ন কেন্দ্র থেকে তাদের সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দিয়ে ‘একতরফা’ ভোট হচ্ছে।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতাসীনরা উৎসাহিত হয়ে এখন উপজেলাও একই কায়দায় কাজ করছে। তাদের গোপন পরিকল্পনা প্রকাশ্যে রূপ নিয়েছে প্রথম দফার উপজেলা নির্বাচনে।’

 

রাইজিংবিডি / বকুল / শামসুল / লিমন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়