ঢাকা     বুধবার   ২৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৫ ১৪৩১

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৪

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ১০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে।

মেটা প্রদেশের সান কার্লোস দে গুয়ারোয়া এ দুর্ঘটনা ঘটে বলে সে দেশের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে।

রয়টার্স ও সিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ডিসি-৩ বিমান থেকে বিপদের কথা বলে একটি বার্তা আসার পর সেটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিশেষ প্রশাসনিক ইউনিট।

লেজার আয়রেয়ো এয়ারলাইন্সের এই বিমানটি দক্ষিণাঞ্চলীয় শহর সান হোসে দেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় ভিয়াভিসেন্সিওতে যাচ্ছিল।

কিন্তু মাঝপথে সান কার্লোস দে গুয়ারোয়া পৌরসভায় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে সব আরোহী প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে ওই এয়ারলাইন্স কোনো মন্তব্য না করলেও পরে টুইটারে এক বিবৃতিতে নিহত আরোহীদের নাম প্রকাশ করেছে। এদের মধ্যে সে দেশের দক্ষিণাঞ্চলের বাউপেস প্রদেশের তারায়রা শহরের এক মেয়রও রয়েছেন।




রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়