ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খালেদা জিয়া ‘অসুস্থ’, মুক্তি চায় বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ৩০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়া ‘অসুস্থ’, মুক্তি চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘আমরা তার (খালেদা জিয়া) স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। সেজন্য অতি দ্রুত তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে এবং উন্নত চিকিৎসার জন্য মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে বলেছি আমরা এখন তার নিঃশর্ত মুক্তি চাই, যাতে তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা দেশে হোক বিদেশে হোক আমরা করতে পারি।’

‘আমাদের সুস্পষ্ট প্রস্তাব রয়েছে। সেগুলো হচ্ছে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অবিলম্বে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে দেওয়া। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

কারাগারের পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, ‘আজকে যে পরিবেশে তাকে রাখা হয়েছে, সেটা তার প্রাপ্য নয় এবং এতে করে তার স্বাস্থ্যের অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি।’

‘খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত, জীর্ণ, স্যাঁতস্যাঁতে ভবনে আটকে রাখা হয়েছে। সেখানে অন্য কোনো বন্দি নেই। তার প্রতি নূন্যতম সৌজন্যবোধ না দেখিয়ে জেলে নেওয়ার প্রথম তিন দিন তাকে কোনো ডিভিশন দেওয়া হয়নি। এখন যে তাকে (খালেদা জিয়া) ডিভিশন দেওয়া হয়েছে, সেখানেও তার যা প্রাপ্য, তিনি পাচ্ছেন কি না, আমরা জানি না’, বলেন বিএনপি মহাসচিব।

বিএনপিকে স্তব্ধ করতে সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ‌্যে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৮/রেজা/সাইফ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়