ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাশিভেদে মানসিক শান্তি

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৯, ২৫ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিভেদে মানসিক শান্তি

প্রতীকী ছবি

ভাগ্যচক্র ডেস্ক : রাশিফল শুধু ভবিষ্যতের পূর্বাভাস-ই দেয় না। বরঞ্চ রাশিভেদে মানুষের নানা কিছুতে ভিন্নতাও রয়েছে। মানুষের শখ, ব্যবহার, পছন্দ-অপছন্দ বিভিন্ন কিছুতে রাশির প্রভাব রয়েছে।

 

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এবার জেনে নিন, মানসিক শান্তির জন্য কোন রাশির মানুষের কী করণীয়।

 

মেষ রাশি: এই রাশির জাতকরা একাকীত্ব পছন্দ করেন। নিজেকে সময় দিতে পারলে এরা সবথেকে বেশি খুশি হোন।

 

বৃষ রাশি: মানসিক শান্তি পাওয়ার জন্য যোগব্যায়াম হতে পারে এই রাশির শ্রেষ্ঠ উপায়।

 

মিথুন রাশি: এই রাশির জাতকরা সবথেকে শান্তি পান বন্ধুমহলে। বন্ধু এবং পরিবারের সঙ্গে যত বেশি সম্ভব সময় কাটান।

 

কর্কট রাশি: মানসিক শান্তির সূত্র লুকিয়ে পারিবারিক শান্তির ওপরে। পরিবার নিয়ে এই রাশিক জাতকরা অত্যন্ত সংবেদনশীলন হোন। ফলে, এদের মনের ভালোমন্দ নির্ভর করে পরিবারের ওপরেই।

 

সিংহ রাশি: এই রাশির জাতক ভ্রমণে মানসিক শান্তি পায় সবথেকে বেশি। তাই উচিত হবে, সুযোগ থাকলেই বেরিয়ে পড়া। কাছে-দূরে যেখানে খুশি।

 

কন্যা রাশি: মানসিক শান্তি পেতে এই রাশির জাতকরা সংগীতচর্চা করতে পারেন। সাহিত্যও আপনাদের শান্তি দেবে।

 

তুলা রাশি: এই রাশির উচিত হবে নিয়মিত শরীরচর্চায় মন দেওয়া। সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় কাজ হলো খাওয়াদাওয়া নিয়ে সচেতন থাকা।

 

বৃশ্চিক রাশি: মানসিক শান্তির জন্য এই রাশির জাতকরা ভ্রমণ করতে পারেন। সঙ্গে শরীর বুঝে ভালোমন্দ খাওয়াদাওয়া করলেও আপনারা ভালো থাকবেন। কিন্তু সবথেকে জরুরি হলো ঘুম। এই রাশির জাতকরা খাটিয়ে হোন। তাই ঘুম অবশ্যই প্রয়োজন।

 

ধনু রাশি: মানসিকভাবে এই রাশির জাতকরা একটু চঞ্চল। তবে এরা ভ্রমণ, সিনেমা-নাটক বা খেলা দেখলে মানসিকভাবে চাঙ্গা থাকেন।

 

মকর রাশি: মানসিক শান্তি পেতে এই রাশির জাতকরা যোগব্যায়াম করতে পারেন। ধর্মীয় কাজেও এদের অনেকে শান্তি পান।

 

কুম্ভ রাশি: মানসিক শান্তি পেতে এই রাশির জাতকরা শরীরচর্চা করতে পারেন। সেটা জিম বা যোগ হতে পারে, আবার কোনো ধরনের খেলাও হতে পারে।

 

মীন রাশি: মানসিক শান্তি পেতে এই রাশির জাতকরা সাধারণত ব্যস্ততাই পছন্দ করেন। এরা কাজের মধ্যে থাকলে সবথেকে ভালো থাকেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ