ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আটক নারী আত্মঘাতী হামলার চেষ্টা চালান

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আটক নারী আত্মঘাতী হামলার চেষ্টা চালান

আটককৃত নারী জঙ্গি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় জঙ্গি আস্তানায় অভিযানে আটক নারী জঙ্গি আত্মঘাতী হামলার চেষ্টা চালিয়েছিলেন।

সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হোসেন বলেন, নারী জঙ্গিকে আটক করার পূর্ব-মুহূর্তে নিজের শরীরে বোমা বেঁধে নিয়েছিলেন। কিন্তু পুলিশের কৌশলের কাছে হার মেনে স্বামী ও শিশুসন্তানসহ আটক হন।

পুলিশ তাৎক্ষণিকভাবে এ নারী জঙ্গির নাম প্রকাশ করেনি।

ঘটনাস্থল থেকে ইফতেখার হোসেন জানান, নারী জঙ্গি ও তার স্বামী-সন্তানকে আটক করার পর তাদের দেওয়া তথ্যমতে পার্শ্ববর্তী প্রেমতলায় একটি ভবনে অভিযান চালায় পুলিশ এবং সোয়াত টিমের সদস্যরা। এ অভিযানের সময় ভবনের ভেতর থেকে জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ করলে সীতাকুন্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হকসহ পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন। 

যে ভবন থেকে নারী জঙ্গিসহ তিনজনকে আটক করা হয়েছে, সেই ভবনের মালিক সুবাস দাশ সুরেষ জানান, গত ২৭ ফেব্রুয়ারি এ পরিবারটি বাসা ভাড়া নিয়ে এখানে থাকতে শুরু করেন। ভাড়া দেওয়ার সময় তাদের কাছ থেকে নেওয়া জাতীয় পরিচয়পত্রটি ভুয়া প্রমাণিত হলে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান শুরু করে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৫ মার্চ ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়