ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশের অবস্থান ধর্মঘট

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশের অবস্থান ধর্মঘট

জাবি সংবাদদাতা : ‘শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ ও প্রক্টরিয়াল বডির অপসারণের’ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ।

বুধবার বেলা ১১টা থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ পূর্বঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন।

ধর্মঘট পালনকারীরা প্রশাসনিক ভবনের গেটগুলো বন্ধ করে ভবনের সামনে অবস্থান নিয়েছেন। ফলে প্রশাসনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ধর্মঘট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।

আন্দোলন সম্পর্কে সংগঠনটির মুখপাত্র দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘অবস্থান ধর্মঘটের ফলে ভেতরে যারা অবস্থান করছেন তারা বের হতে পারবেন না। আর বাইরে থেকেও কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। আজ আমাদের সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিন। উপাচার্য আমাদের দাবি মেনে না নিলে আমরা কালকে কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

কর্মসূচি শেষে প্রশাসনিক ভবনের সামনের সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

 

রাইজিংবিডি/জাবি/২৫ এপ্রিল ২০১৮/তহিদুল ইসলাম/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়