ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভেজাল খাবারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেজাল খাবারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : ভেজাল খাবারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানায় সংগঠনটি।

মানববন্ধনে কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান, নির্বাহী প্রধান আনোয়ার শাহ, সংগীত পরিচালক শাহজাহান সিরাজসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মৌসুমি ফলে বিষ মিশিয়ে অধিক মুনাফার জন্য এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। মৌসুমি ফলে বিভিন্ন কেমিক্যাল ও রাসায়নিক ব্যবহার করে কাঁচা আমকে পাকা করে বাজারজাত করে আসছে। যেসব মৌসুমি ফল খেয়ে মানুষের ক্যান্সার হয়। হৃৎপিণ্ড,  লিভার, কিডনি অকেজো হয়ে যায়। এছাড়া মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু হয়। মৌসুমি ফলে যারা বিষ মিশিয়ে বিক্রি করেন তাদের শুধু জেল-জরিমানা না করে মানুষ খুনি-অপরাধী করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য ও সুস্থ জাতি গঠনে ভেজাল বিক্রেতাদের কঠিন শাস্তি জরুরি প্রয়োজন বলে উল্লেখ করেন তারা। এদিকে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৮/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়