ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ট্রাইব্যুনালে যাচ্ছেন বিচারপতি মজিবুর

শীর্ষ সংবাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ১৩ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাইব্যুনালে যাচ্ছেন বিচারপতি মজিবুর

বিতর্কের মুখে বিচারপতি নিজামুল হক নাসিমের পদত্যাগের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিচারপতি এটিএম ফজলে কবীর।  আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

২০১০ সালে বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সদস্য ছিলেন ফজলে কবীর।  পরে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের পর তাকে ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এখন তিনি প্রথম ট্রাইব্যুনালে ফিরে যাচ্ছেন। বিচারপতি ফজলে কবীরের স্থলে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন ওই ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি ওবায়দুল হাসান।  আর ফজলে কবীর চলে আসায় দ্বিতীয় ট্রাইব্যুনালে খালি হওয়া পদে নিয়োগ পাচ্ছেন হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম  বলেন, যে নতুন বিচারপতি ট্রাইব্যুনালে যাবেন, তার বিষয়ে মন্ত্রণালয় থেকে সুপরিশ চেয়ে একটি চিঠি এসেছে। ওই চিঠি সুপারিশসহ আবার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, সরকারের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ট্রাইব্যুনালে নতুন বিচারক নিয়োগ দেবেন। স্কাইপে এক ব্যক্তির সঙ্গে কথিত কথপোকথন নিয়ে বিতর্কের মুখে বুধবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন বিচারপতি নিজামুল হক।

বিচারকের পরিবারিক সূত্র জানায়, বিতর্কের অবসানেই তিনি এ সিদ্ধান্ত নেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  বিচার প্রক্রিয়া দ্রুত করতে পরে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হলে প্রথম ট্রাইব্যুনালের প্রধানের দায়িত্বে থাকেন নিজামুল হক। এ ট্রাইব্যুনালে অন্য দুই বিচারক হলেন জাহাঙ্গীর হোসেন ও আনোয়ারুল হক।  আর এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন দ্বিতীয় ট্রাইব্যুনালের সদস্য হন বিচারপতি ওবায়দুল আহসান ও শাহীনূর ইসলাম।  বিচারপতি ফজলে কবীর ২০০৩ সালে হাইকোর্টে বিচারক হিসেবে যোগ দেন। তার আগে জেলা জজের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ১৯৭৫ সালে তিনি মুন্সেফ হিসেবে বিচার বিভাগে যোগ দেন। বিচারপতি মজিবুর রহমান মিয়া ২০১১ সালে হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে কাজ শুরু করেন।  ১৯৯১ সালে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। ১৯৯৩ সালে তিনি হাই কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়