ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুম্বাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুম্বাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশন যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর উদযাপন করা করেছে।

সোমবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উদযাপন উপলক্ষে উপহাইকমিশনার কর্তৃক জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র  প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশের উপহাইকমিশনার সামিনা নাজ জাতীয় পতাকা উত্তোলন করেন।

উপহাইকমিশনার তার বক্তব্যে এ দিনটিকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে এ সরকারের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।

তিনি তার বক্তব্যে মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা ও ঐতিহাসিক মুজিবনগর সরকারের সকল সদস্যদের ভূমিকার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদানভিত্তিক একটি প্রামাণ্যচিত্র ‘স্বাধীনতা কী করে আমাদের হলো (How we achieved our Independence)’ প্রদর্শন করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ