ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তামাক প্যাকেটে সচিত্র সতর্কবাণী উপরিভাগে রাখার দাবি

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ১০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামাক প্যাকেটে সচিত্র সতর্কবাণী উপরিভাগে রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক : তামাকজাত দ্রব্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বিধিমালা অনুযায়ী মোড়কের উপরিভাগের ৫০ শতাংশে সতর্কবাণী বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে তামাকবিরোধী সংগঠনগুলো।

বৃহস্পতিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এনবিআরের কাছে স্মারকলিপি দেয় সংগঠনগুলো।

মানববন্ধনে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, কোম্পানিগুলোর হস্তক্ষেপে  আবারো ভেস্তে যেতে বসেছে  তামাকজাত দ্রব্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আইনানুগ বাস্তবায়ন। আগামী ১৯ সেপ্টেম্বর  থেকে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ মোড়কের উপরিভাগে বাধ্যতামূলক করে গণবিজ্ঞপ্তি জারি করার পর আবারো বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনসহ ( বিসিএমএ) তামাক কোম্পানিগুলো স্ট্যাম্প বা ব্যান্ড রোলের দোহাই দিয়ে পূর্বের ন্যায় নিম্নভাগে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী দেওয়ার পায়তারা করছে।

বক্তারা আরো বলেন, এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে গোপন বৈঠক করার পর আবারো আজ তামাক কোম্পানিগুলো আইন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও এনবিআরে বৈঠকের আয়োজন করেছে। অথচ এফসিটিপি ৫.৩ ধারা অনুযায়ী, তামাক নিয়ন্ত্রণে যেকোনো নীতি বাস্তবায়নে আলোচনার সুযোগ নেই। তা ছাড়া প্যাকেটের পাশে লম্বালম্বিভাবে স্ট্যাম্প বা ব্যান্ড রোল লাগিয়ে এ সমস্যার সমাধান সম্ভব। কানাডাসহ বিশ্বের অনেক দেশে এর প্রচলন রয়েছে।

তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বাংলাদেশে প্রতিবছের ১ লাখ মানুষ মৃত্যুবরণ করে। আর পঙ্গুত্ববরণ করে প্রায় ৪ লাখ মানুষ। তাই তামাকের ভয়াবহতা রোধে এবং ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার প্রধানমন্ত্রীর  ঘোষণাকে বিবেচনা নিয়ে আমরা সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বিধিমালা অনুযায়ী মোড়কের উপরিভাগ করার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, এসিডি, ইপসা, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন, উবিনীগ, ডব্লিউবিবি ট্রাস্ট, বিসিসিপি, টিসিআরসি ও প্রজ্ঞাসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠন অংশগ্রহণ করে।

তামাক নিয়ন্ত্রণ আইন, ২০১৩ ও  বিধিমালা, ২০১৫ এ বলা হয়েছে, সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী তামাকপণ্যের প্যাকেটের উভয় পার্শ্বে উপরিভাগের ৫০ শতাংশে এমনভাবে মুদ্রণ করতে হবে যাতে তা স্ট্যাম্প বা ব্যান্ডরোল দ্বারা ঢেকে না যায়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়