ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপি ভুল থেকে শিক্ষা নিচ্ছে না : সেতুমন্ত্রী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি ভুল থেকে শিক্ষা নিচ্ছে না : সেতুমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচনে পরাজয়ের পর বিএনপি নেতাদের বক্তব্যে ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘তাদের (বিএনপি নেতাদের) এখনকার কথাবার্তা ও আচরণ দেখে ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। বিএনপি মহাসচিবের মুখে যা শোনা যাচ্ছে তা শোচনীয় ব্যর্থতার প্রলাপ।’

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পর বিএনপিকে দেখলে মনে হয়, শিল্পী জয়নুলের আঁকা কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো। ভুলের কাদায় আটকে আছে বিএনপি।

উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার বিষয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এই সরকারের আমলেই গত উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। ওই উপজেলা নির্বাচনের ফলাফলে বিএনপির নির্বাচিতদের সংখ্যা কিন্তু কম নয়। রুলিং পার্টির প্রায় সমান সমান আসন পেয়েছে তারা। গত সিটি করপোরেশন নির্বাচনের আগে তারা পাঁচটি সিটিতে জয়লাভ করেছিল। জাতীয় নির্বাচনের আগে যে সিটি করপোরেশন নির্বাচন হয়েছে সেখানেও বিএনপি কিন্তু সিলেট সিটিতে জয় পেয়েছে। এখন তারা ঠিক কী কারণে উপজেলা নির্বাচনে অংশ নেবে না তা তারাই ভালো বলতে পারবে এবং এর সিদ্ধান্ত বিএনপিই নেবে। সেখানে আমাদের কোনো বক্তব্য নাই। তবে নির্বাচনে অংশ নেওয়া তাদের অধিকার।’

ওবায়দুল কাদের বলেন, ‘একটা কথা স্পষ্ট করে বলছি- আজকে বিএনপি যে জায়গা থেকে উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলছে, এই জায়গায় আওয়ামী লীগ থাকলে আমরা অংশ নিতাম।’



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়