ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

তথ্য মন্ত্রণালয়ের জন্য ১১৬৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তথ্য মন্ত্রণালয়ের জন্য ১১৬৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক : আগামী অর্থবছরের (২০১৮-১৯) প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রণালয়ের অনুকূলে পরিচালন ও উন্নয়ন খাতে ১ হাজার ১৬৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দের পরিমাণ ৬৪৩ কোটি ৫৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৫২২ কোটি ৭ লাখ টাকা।

আগামী অর্থবছরে (২০১৮-১৯) তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিদেশে বাংলাদেশ মিশনসমূহে আরো দুটি নতুন প্রেস উইং খোলার কার্যক্রম এগিয়ে নেওয়াসহ মোট ১৩টি উল্লেখযোগ্য কার্যাবলী/প্রকল্প/কর্মমূচি বাস্তবায়ন করা হবে।

এসবের মধ্যে তথ্য ভবন নির্মাণ, সাংবাদিকদের সহায়তা প্রদান এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়টি রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশকে ব্র্যান্ডিং করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্বাচিত ১০টি বিশেষ উদ্যোগের বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদেশে বাংলাদেশ মিশনসমূহে নয়টি নতুন প্রেস উইং খোলার উদ্যোগ গ্রহণের কথাও তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন।



রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়