ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা খালে, নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৪ মে ২০২৪   আপডেট: ১৩:২৩, ৪ মে ২০২৪
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা খালে, নিহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়  ট্রাকের ধাক্কায় খালে পড়ে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছে। 

নিহতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০), লক্ষীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)  ও অজ্ঞাত পরিচয়ের একজন।  

পড়ুন: মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

শনিবার (৪ মে) ভোরে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষীপুর-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।   

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি লক্ষীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে ট্রাক ও অটোরিকশাটি খালে পড়ে যায়।  এতে অটোরিকশাচালকসহ ৪ জন নিহত হয়। 

পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত

ওসি আরও বলেন, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ এখনো খালে রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।   

পড়ুন: গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সুজন/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়