ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মুই কী হনু রে’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মুই কী হনু রে’

রাহাত সাইফুল : মন্দার বাজার পার করছে ঢাকাই চলচ্চিত্র। এ প্রজন্মের অনেক শিল্পীর হাতে এখন কোনো কাজ নেই। তাদের অধিকাংশই ভ্রমণ ও বাসায় বসে অলস সময় পার করছেন। শাকিব খান ব্যতীত প্রায় সবাই অলস সময় পার করছেন বলে জানা যায়। দু-একজন দু-একটা সিনেমার কাজ করছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীদের দাপট বেশ লক্ষ্যণীয়। এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে ওমর সানী বলেন, ‘বর্তমানে অনেক নায়ক মহরত করে নেতাও হয়ে যায়। শাকিব খানকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। টাইমলি শুটিং সেটে আসেন না, বেশি রেমুনেশন নেয় ইত্যাদি। অন্যান্য শিল্পী যারা আছেন তাদের দিয়েও কিন্তু চেষ্টা করা হয়েছে। তারা কি আসলেই নিজস্বতা তৈরি করতে পেরেছেন? আমাদের ভাগ্য খারাপ। শাকিবের বাইরে সুপারহিট সিনেমা উপহার দিতে পারছি না। এক নম্বর শিল্পী থেকে ক্যারেক্টর শিল্পী হয়েছি। বলতে কষ্ট লাগছে যে, যারা নিজেদের অবস্থান তৈরি করতে পারেননি তারা ৮-১০ লাখ টাকা রেমুনেশরন চাচ্ছেন কি করে? আদৌ কি তারা ওই পরিমাণ পারিশ্রমিক পাওয়ার যোগ্য। আগে মনে করতাম এক নম্বর আর দুই নম্বর শাকিব খান। আর এখন দেখছি-এক থেকে আট পর্যন্তই শাকিব খান। এই জায়গাটা তৈরি করে দিয়েছেন শুভ, ইমন, নিরব, সাইমন, বাপ্পিসহ অন্যরা। যাদের নাম বললাম, এরা আসলে নিজস্বতা তৈরিতে কতটা সফল?’

তিনি আরো বলেন, ‘আর একটা বিষয় আমি বুঝি না। এখন প্রায়ই শোনা যায়-এ ওর সঙ্গে কাজ করবে না। ও ওর সঙ্গে কাজ করবে না। আরে তুই যে ওর সঙ্গে কাজ করবি না তোর অবস্থানটা কোথায়? আমরা এক একজন মুই কী হনু রে-এর মতো অবস্থা! মুই কী হনু রে বাদ দিয়ে মাটির দিকে তাকাতে হবে খারাপ রাজনীতিতে না গিয়ে, ফেসবুকে স্টার না হয়ে সিনেমার স্টার হতে হবে।’

ওমর সানী তার ক্যারিয়ারের শুরুর কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘আমার প্রথম সিনেমায় খাওয়াওয়ালা আমাকে জিজ্ঞেস করেছিল- ‘এই হিরো মাছ খাবেন না মাংস খাবেন? যেকোনো একটি খাওয়া যাবে।’ আমরা সেই শিল্পী। আমার নায়িকা আনু ম্যাডামের মেয়ে বলে তাকে বিমানে যাওয়ার টিকিট দিয়েছিল। আর আমাকে দিয়েছিল ট্রেনের টিকিট। আমি বলতে দ্বিধাবোধ করি না-সেখান থেকে স্ট্রাগল করে আমি আজ ওমর সানী। এখন অনেক হিরো সিনেমার মহরত করে কিন্তু একটা সিনেমাও শেষ করতে পারছে না। অথচ ফেসবুক স্টার হয়ে গেছে।’’

১৯৯৩ সালে ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানীর। শেখ নজরুল পরিচালিত এ সিনেমার সাফল্যের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপরই মূলত বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে দর্শক হৃদয়ে ঠাঁই করে নেন আজকের ওমর সানী। তারপর একে একে ‘কুলি’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘আখেরি হামলা’, ‘চাঁদের হাসি’, ‘আত্ম অহংকার’, ‘আমি তুমি সে’সহ আরো অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে কাজের সংখ্যা কমে গেলেও ভালো গল্প ও চরিত্র নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন ওমর সানী।



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়