ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার ইনজুরিতে পড়লেন আগুয়েরো

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ১৩ মার্চ ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার ইনজুরিতে পড়লেন আগুয়েরো

সার্জিও আগুয়েরো

ক্রীড়া ডেস্ক
ঢাকা, ১৩ মার্চ : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ যেন ইনজুরির উপলক্ষ হয়ে এসেছে। মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইনজুরিতে পড়েন আর্সেনাল তারকা মেসুত ওজিল। প্রথমার্ধের পর আর মাঠে নামতে পারেননি ওজিল। বুধবার বার্সেলোনার বিপক্ষে ইনজুরিতে পড়েছেন সার্জিও আগুয়েরো। প্রথমার্ধের পর তাকেও আর মাঠে নামানো যায়নি।

নিজের ইনজুরি সম্পর্কে আগুয়েরো বলেন, ‘ম্যাচের শুরুতে মেসির সঙ্গে দৌঁড়াতে গিয়ে আমার বাম পায়ে কিছুটা অস্বস্তি অনুভব করি। তারপরও আমি খেলা চালিয়ে যাবার চেষ্টা করতে থাকি। কিন্তু প্রথমার্ধের পর মাঠে নেমে ঝুঁকি নিতে চাইনি।’

ম্যানসিটির সহকারি কোচ রুবেন কাউসিয়াস বলেন, ‘এখনই বলা যাচ্ছে তার ইনজুরিটি কতোটা মারাত্মক। যতটুকু মনে হল এটা মারাত্মক কিছু নয়। আগামীকাল (বৃহস্পতিবার) আমরা একটা স্ক্যান করব। এরপর ডাক্তাররাই নির্ধারণ করবেন কতদিন আগুয়েরো মাঠের বাইরে থাকবে।’

অবশ্য ম্যানসিটি ৪-১ ব্যবধানে বার্সেলোনার কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির অবস্থান সেরা চারে। এখনো শিরোপা জয়ের আশা জিইয়ে রেখেছে স্কাই ব্লুজরা।


রাইজিংবিডি / আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়