ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোবটের আত্মহত্যা!

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোবটের আত্মহত্যা!

অন্য দুনিয়া ডেস্ক: নিরাপত্তার দায়িত্বে থাকা একটি রোবট আত্মহত্যা করেছে- এমন ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জিএমবিবি নামক একটি প্রতিষ্ঠানের ভবনের ওপর থেকে রোবট ‘নাইটস্কোপ কে-৫’ নিজ থেকেই নিচে ঝরনার পানিতে পড়ে যায়। ফলে এ ঘটনার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়েছে যে- রোবটটি আত্মহত্যা করেছে!

প্রতিষ্ঠানটির কর্মী বিলাল ফারুক টুইটারে ঘটনাটির ছবি পোস্ট করে লিখেছেন: ‘আমাদের ডি.সি. অফিসের নিরাপত্তা রোবটটি নিজ থেকেই পানিতে পড়ে গেছে। প্রযুক্তির কাছ থেকে আমরা উড়ন্ত গাড়ি চেয়েছি, তার বদলে আমরা এখন আত্মঘাতী রোবট পাচ্ছি!’ তার এই পোস্ট ১ লাখ ৩৫ হাজারের বেশি রিটুইট হয়েছে। অনেকেই মজা করে টুইট করেছেন, রোবটটি আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দিয়েছে।

নাইটস্কোপের তৈরি কে-৫ নিরাপত্তা রোবট ২০১৪ সালে বাজারে এসেছে। মূলত বাণিজ্যিক ভবনের নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য এই রোবট। নিজ থেকেই চলাচলে সক্ষম ১৩৬ কেজি ওজনের ৫ ফুট লম্বা এই রোবটে রয়েছে ৪টি ক্যামেরা। ফলে দিন-রাত সবদিকে নজর রাখতে পারে। সেই সঙ্গে আছে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ও থার্মাল ইমেজিং সেন্সর, লেজার রেঞ্জ ফাইন্ডার, রাডার, এয়ার কোয়ালিটি সেন্সরসহ বিভিন্ন সেন্সর। আশেপাশে কোনো শোরগোল বা আগুন লাগা কিংবা আগে থেকে লোড করে রাখা তথ্যানুসারে কোনো অপরাধীকে চিহ্নিত করতে পারে রোবটটি।

নিরাপত্তার দায়িত্ব পালনকারী নাইটস্কোপের তৈরি রোবটের এটাই প্রথম দুর্ঘটনা নয়। গত বছরের জুলাইয়ে সিলিকন ভ্যালির একটি শপিং সেন্টারে ১৬ মাস বয়সি এক শিশুকে আহত করেছিল কে-৫। একই বছর এক মদ্যপ ব্যক্তির আক্রমণের শিকার হয়েছিল আরেকটি রোবট। এদিকে রোবটের আত্মহত্যার ঘটনাও এটি বিশ্বের প্রথম নয়। ২০১৩ সালের নভেম্বরে ঘর পরিষ্কারের একটি রোবট আত্মহত্যা করে বিশ্বে আলোচনার জন্ম দিয়েছিল। অস্ট্রিয়ার হিনস্টারস্টোডার শহরের এক বাসায় ব্যবহৃত ‘রুমবা-৭৬০’ নামক ঘর মোছার রোবটটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে রান্না ঘরে গিয়ে হটপ্লেটে পড়ে পুড়ে গিয়েছিল।
 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৭/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়