ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্রীড়া সামগ্রীর মান নিয়ে সংসদে ক্ষোভ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রীড়া সামগ্রীর মান নিয়ে সংসদে ক্ষোভ

সংসদ প্রতিবেদক : ক্রীড়া সামগ্রীর মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ আব্দুল মান্নান বলেছেন, প্রতিবছর সাংসদের নামে যে সকল ক্রীড়া সামগ্রী (ফুটবল, জার্সি) বরাদ্দ দেওয়া হয় সেগুলো এতো নিম্নমানের যে, মান বৃদ্ধি করতে না পারলে বন্ধ করে দেওয়া উচিত। না হলে সরকারের বদনাম হবে, মন্ত্রণালয়ের বদনাম হবে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সাংসদ আব্দুল মান্নান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

প্রশ্নের জবাব দিতে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমি এই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি থাকাকালীন এ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন সংসদ সদস্যরা। আমরা চেষ্টা করছি, এবার শুধু মান বৃদ্ধি না, সামগ্রী বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।’

ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ১৩১টি নির্মাণ করা হয়েছে। আমরা ৪৯১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করব। শিগগিরিই আরও ২০০টি স্টেডিয়াম নির্মাণ করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়