ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গৃহকর্মে শিশুর প্রতি যত্ন নিন : চুমকি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গৃহকর্মে শিশুর প্রতি যত্ন নিন : চুমকি

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, গৃহকর্মে নিয়োজিত শিশুদের প্রতি যত্নবান হতে হবে। নিজের শিশুর মতো তাকে দেখতে হবে।

বৃহস্পতিবার এফডিসিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় শিশু অধিকার সপ্তাহ ও কন্যাশিশু দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় মন্ত্রী আরও বলেন, ‘প্রতিটি শিশুর জন্য সচেতন হতে হবে। কেবল মেয়ে শিশুকে নয়, ছেলে শিশুকেও সচেতন করতে হবে। দেশে আইন আছে, কিন্ত এ বিষয়ে জনসচেতনতা কম। আগে অভিভাবকরা তাদের শিশুরা নির্যাতিত হলে তা প্রকাশ করতেন না। কিন্ত এখন চিত্র ভিন্ন। তাই শিশু নির্যাতন প্রতিরোধে সমষ্টিগতভাবে সবাইকে সোচ্চার হতে হবে। এ কারণে সবাইকে মিলে কাজ করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘পরিবারের নিজ শিশু সন্তানকে যেভাবে যত্ন করা হয়, ঠিক সেভাবেই গৃহকর্মে নিয়োজিত শিশুটিরও যত্ন নিতে হবে। আগামী ২০২১ সালের মধ্যে শিশু নির্যাতনের হার অনেক কমে আসবে এবং ২০৪১ সালের মধ্যে এটি নির্মূল হবে বলে আশা করছি।’



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়