ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিজিবি-বিএসএফ ক্যাম্পেইন শেষ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিবি-বিএসএফ ক্যাম্পেইন শেষ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের তামাবিল এবং ভারতের ডাউকি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই দিনব্যাপী যৌথ মেডিক্যাল ক্যাম্পেইন শেষ হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি এবং বিএসএফের যৌথ উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন শেষ হলো। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরুপ সীমান্তবাসীর কল্যাণেও কাজ হয়েছে। সিলেটের তামাবিলে অবস্থিত বন বিভাগের গ্রিনপার্কে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। শনিবার ক্যাম্পেইনের শেষ দিনে পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছে। বিএসএফের চিকিৎসকদলে তাদের নিজস্ব ও সিভিল চিকিৎসকগণ অন্তর্ভুক্ত ছিলেন।

ক্যাম্পেইনে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহসিনুল হক কবির, সিলেট সেক্টরের মেডিক্যাল অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস চৌধুরী, অতিরিক্ত পরিচালক মেজর জিয়াউল হোসেনসহ বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়