ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভোটার তালিকা হালনাগাদে মাঠে সাড়ে ৫২ হাজার কর্মী

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোটার তালিকা হালনাগাদে মাঠে সাড়ে ৫২ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক : ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রথম ধাপে তথ্য সংগ্রহের কাজে মাঠে আছে নির্বাচন কমিশনের প্রায় সাড়ে ৫২ হাজার কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

আসাদুজ্জামান জানান, দেশে বর্তমানে ভোটার রয়েছে ১০ কোটি ৪২ লাখ। নতুন ভোটার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রায় ৮০ লাখ।

তিনি বলেন, ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহের কাজে ১২৫টি টিম নিয়জিত আছে। সুপারভাইজার ১০ হাজার ৫০০ জন, টেকনিক্যাল সাপোর্টে ৬৪ জন, প্রুফ রিডার ২৫০ জন, টিম লিডার ১২৫ জন। অপারেটর বা ওয়ার্ক স্টেশন ৭৮০টি। ডাটা এন্ট্রি সহজোগী ১২৫ জন। অপারেটর প্রতি দৈনিক নিবন্ধনের সংখ্যা ৭০টি। তথ্য সংগ্রহের জন্য প্রতিটি উপজেলা বা থানার জন্য প্রদত্ত সময় ২১ দিন।

তিনি জানান, তথ্য সংগ্রহের পরে নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তাবিত তারিখ ২৫ মে এবং শেষ করার তারিখ ৩০ অক্টোবর। প্রতি টিমে অপারেটর ব্যতীত একজন ডাটা এন্ট্রি সহোযোগী, একজন টিম লিডার, ২ জন প্রুফ রিডার ও ১ জন টেকনিক্যাল সাপোর্টে থাকবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৯/হাসিবুল/রফিক          

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়