ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজধানীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পাঁচ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার এ আদালত পরিচালনা করা হয়। যৌথভাবে আদালত পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন-৫ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান রুবেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় কারওয়ান বাজারের সোহাগ রেস্তোরাঁকে ১৩ হাজার, আল রাজী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা, হৃদয় হোটেলকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখায় আনন্দ প্লাস কনফেকশনারিকে চার হাজার এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খাবার বিক্রি করায় খাদিজা বিরিয়ানি হাউজকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রাজনী উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ