ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক : রাজস্ব আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত  দুদক পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন জিজ্ঞাসাবাদ করেন।

তিন পরিচারলক হলেন-আবুল কাশেম, মো. আবু সাঈদ চৌধুরী ও শাহ শফিকুল ইসলাম।

তবে এবারও জিজ্ঞাসাবাদে হাজির হননি প্রতিষ্ঠানটির পরিচালক আবুল হাশেম। এর আগে তৃতীয় দফায় গত ৯ জানুয়ারি তাদেরকে তলব করে চিঠি দিয়েছিল দুদকের অনুসন্ধান টিম।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১, ২৪ ডিসেম্বর ও ৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির ওই চার পরিচালককে তলব করে চিঠি দিয়েছিল দুদক।

অভিযোগের বিষয়ে দুদক জানায়, আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে  দেশের বিভিন্ন ব্যাংক হতে অবৈধ পন্থায় শত শত কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে মালিকদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত আগস্ট থেকে এ অভিযোগের অনুসন্ধান শুরু করে কমিশন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়