ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজশাহীতে ২ শিবির নেতা গ্রেপ্তার

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে ২ শিবির নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে রাজশাহী নগরীর আমচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত দুই শিবির নেতা হলেন- নগরীর মেহেরচণ্ডি পূর্বপাড়া মহল্লার বাবর আলী মণ্ডলের ছেলে মিলন হোসেন (২৮) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুমশিল গ্রামের মোখলেসুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম (২৪)।

মিলন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ক্রীড়া সম্পাদক। আর রাশিদুল মহানগর শিবিরের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক। এর আগে তিনি ছাত্রশিবির ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ছিলেন।

বিকেলে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত দুই শিবির নেতার বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। তাই সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/রাজশাহী/১৪ জানুয়ারি ২০১৭/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়