ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাখালপাড়ায় জঙ্গিবিরোধী অভিযান : প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাখালপাড়ায় জঙ্গিবিরোধী অভিযান : প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় পুরাতন এমপি হোস্টেল সংলগ্ন রুবি ভিলায় জঙ্গিবিরোধী অভিযানে তিনজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

রোববার মামলার এজাহার আদালতে এলে তা গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে শনিবার রাতে র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সিদ্দিকুর রহমান খান বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাস দমন আইন, ২০০৯ এর (২)/৮/৯/১০/১২/১৩ উপধারায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১০।

মামলায় উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলা নামের ছয় তলা বাড়িটির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি সদস্য রয়েছেন বলে র‌্যাব জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালাতে গেলে বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুড়ে মারা হয়। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে তিন জঙ্গির মৃত্যু হয়। নিহত তিন জঙ্গিই জেএমবির সদস্য। এ সময় দুই র‌্যাব সদস্য আহত হন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়