ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লেকহেডের মালিক খালেদের জামিন মঞ্জুর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেকহেডের মালিক খালেদের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুলশানের লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে খালেদ হাসান মতিনের জামিনের আবেদন করেন তার আইনজীবী এহেসানুল হক সমাজী। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন।

দুদকের আদালত পরিদর্শক আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হাসান মতিনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। চলতি মাসের ২২ জানুয়ারি ডিবি পুলিশের এসআই মো. মনিরুল ইসলাম মৃধা বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন।

পেনাল কোডের ১৬১/১৬২/১৬৫ ধারায় আসামিদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়। ২৩ জানুয়ারি এ মামলায় আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। ওই দিনই আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ