ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লোভে পড়ে ইয়াবা পাচার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লোভে পড়ে ইয়াবা পাচার

নিজস্ব প্রতিবেদক : টাকার লোভে পড়ে ইয়াবা পাচার করছিল শ্যামলী পরিবহনের ড্রাইভার ও হেলপার। শুক্রবার তাদের ২৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২ এর একটিদল।

র‌্যাব-২ থেকে জানানো হয়, গোপন সংবাদে শুক্রবার সকালে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং বেড়িবাঁধসংলগ্ন বাইতুল নূর মসজিদের সামনে পাকা রাস্তার ওপর শ্যামলী পরিবহনের বাসটিকে থামার সংকেত দিলে হেলপার র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে এবং ড্রাইভার বাসের ডান পাশের জানালা খুলে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় মো. জিয়াউর ও মো. আমিনুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ রবিউল ইসলাম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী শ্যামলী পরিবহনের একটি পাবলিক বাসের ড্রাইভার ও হেলপার পরস্পর যোগসাজশে কক্সবাজার থেকে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসছিল।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা লোভে পড়ে ইয়াবা চালান সরবরাহ করছে। যাত্রীদের বসার আসনের উপর ব্যাগ রাখার জায়গায় লাইটের ব্যাঙ্কারের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবার চালান নিয়ে আসে তারা। নিত্যনতুন কৌশলে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে। তাদের কাছ থেকে ২ হাজার ৪০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৮/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়