ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অবৈধ সম্পদ: অধ্যক্ষ সেলিমের বিরুদ্ধে মামলা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ২০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধ সম্পদ: অধ্যক্ষ সেলিমের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক  সম্পাদক ও শ্যামপুর এ কে উচ্চ মাধ্যমিক স্কুলের বরখাস্তকৃত অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার শ্যামপুর দনিয়ার এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (সাময়িক বরখাস্তকৃত) মো. সেলিম ভূঁইয়া দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া, দুদকের অনুসন্ধানে তার নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায় ৪ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার। এর মধ্যে তিনি ১ কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের আয়ের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন। যা দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত।

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৯/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়