ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ১৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জহুরুল হক হলের পুকুরে গোসল করতে গিয়ে জনি (২০) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জনির বন্ধু ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে থাকতেন জনি। সোমবার সকালে তিনি তার এক বন্ধুর সঙ্গে সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে যান। পুকুরে নেমে গোসল করার সময় তিনি হঠাৎ করেই ডুবে যান।

শাহবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল জনিকে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৭/নূর/ইভা /শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়