ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৯ জেলায় সব কর্মকর্তা-কর্মচারীর ছু‌টি বা‌তিল

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৯ জেলায় সব কর্মকর্তা-কর্মচারীর ছু‌টি বা‌তিল

জ্যেষ্ঠ প্রতি‌বেদক : ঘূ‌র্ণিঝড় ফ‌ণি মোকা‌বিলায় দেশের উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর, বিভাগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি (নৈমিত্তিক, সাপ্তাহিক ও গেজেটেড) বাতিল করা হয়েছে।

বৃহস্প‌তিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।  পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নি‌র্দেশনা বহাল থাক‌বে।

উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলা হলো- খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ফেনী, ঝালকাঠি, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ।

সরকা‌রি আদেশে বলা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্তের এসব কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে আসন্ন ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা করবে।

সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার প্রধানকে বিষয়টি নিশ্চিত করার জন্য ওই আদেশে নির্দেশ প্রদান করা হয়েছে।

 

 

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২ মে ২০১৯/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়