ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইকবালের নিয়োগ বাতিল, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইকবালের নিয়োগ বাতিল, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)  নতুন চেয়ারম্যান হচ্ছেন প্রকৌশলী শাহজাহান মাহমুদ।

এর আগে এ পদে ইকবাল মাহমুদকে নিয়োগ দেওয়া হলেও তা বাতিল করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিটিআরসির বর্তমান চেয়ারম্যান সুনীল কান্তি বোসের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হচ্ছে। তার উত্তরসূরি হিসেবে গত ২৫ আগস্ট সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কিন্তু বিটিআরসি চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার হওয়ায় ইকবাল মাহমুদ এই পদে যোগদানে অপরাগতা প্রকাশ করেন।

ইকবাল মাহমুদের ওই নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকৌশলী শাহজাহান মাহমুদকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৫/শফিক/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়