ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শাহ্ হাদীউজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহ্ হাদীউজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সদ্য প্রয়াত শাহ্ হাদীউজ্জামান

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, প্রাক্তন জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ হাদীউজ্জামানের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা শাহ্ হাদীউজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সেতুমন্ত্রীর শোক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোকবার্তায় শাহ্ হাদীউজ্জামানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এলজিআরডি মন্ত্রীর শোক : শাহ্ হাদীউজ্জামানের মৃত্যুতে  শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

আজ এক শোকবাণীতে মন্ত্রী বলেন, শাহ্ হাদীউজ্জামানের মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দেশপ্রেমিককে হারাল। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রবীণ এ রাজনীতিক গণপরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য হিসেবে দেশ ও জাতির জন্য উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

শাহ্ হাদীউজ্জামান রোববার রাত ১টা ৩০ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আসর শাহ্ হাদীউজ্জামানের জানাজা যশোরের নওয়াপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/নৃপেন/সাইফ/রাসেল পারভেজ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়