ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘পানির সমস্যা সমাধানে জাতীয় ঐক্য প্রয়োজন’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পানির সমস্যা সমাধানে জাতীয় ঐক্য প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক : পানির সমস্যা মানবসৃষ্ট। এ সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘হিমালয় অঞ্চলের পানিবণ্টন সমস্যা: একটি টেকসই মডেলের অনুসন্ধানে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারের আয়োজন করে সাউথ এশিয়ান ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রোসপারেটি সোসাইটি।

হাফিজ উদ্দিন বলেন, ‘ভাটির দেশের মতামত না নিয়ে উজানের দেশ পানি প্রত্যাহার করছে। এটাই পানির সমস্যার মূল কারণ। পানির সমস্যার একমাত্র সমাধান হচ্ছে অববাহিকাভিত্তিক পানিবণ্টন। এ বন্টন প্রক্রিয়ায় একই অববাহিকায় অবস্থিত প্রত্যেক দেশকে সম্পৃক্ত করতে হবে। নেপাল-ভুটানের সাথে আলাপ আলোচনা করে আমাদের পানি সমস্যার সমাধান করতে হবে। এজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন।’

সেমিনারে সভাপতিত্ব করেন পরিবেশবিদ মোস্তফা কামাল মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এস আই খান। তিনি সমস্যা সমাধানে ১০টি পরামর্শ তুলে ধরেন।

সেমিনারে অংশ নিয়ে গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশ প্রতিনিয়ত ভারতের কাছে নির্যাতিত হচ্ছে। ভারত আমাদের যেভাবে শোষণ করছে, প্রতিবাদ করতে না পারলে প্রতিনিয়ত আমরা এভাবেই নির্যাতিত থাকব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন, ‘করার আছে বহুকিছু। বলতে পারেন, আমরা ভারতের সামনে অসহায়। একটা সরকারের টিকে থাকা যদি ভারতের সমর্থনের ওপর নির্ভর করে, তাহলে কোনোভাবেই সম্ভব না। বর্তমান সরকার যে দেশপ্রেমহীন তা আমরা বলতে পারি না। সরকারের অবশ্যই দেশপ্রেম থাকার কথা। যদি সরকার ভারতের সাথে আলোচনায় উত্থাপন করতে পারে যে, এ ব্যাপারে দেশের মানুষের প্রচণ্ড চাপ আছে, তাহলেই হবে। সেক্ষেত্রে আমাদেরও সরকারের কাছে যৌক্তিকভাবে স্মারকলিপি দিতে হবে। ফলোআপ আলোচনা করতে হবে।’

সাবেক পরিবেশমন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, ‘বাংলাদেশের এই দুরবস্থা- নদী শুকিয়ে যাচ্ছে, যা সবার হৃদয়কে আলোড়িত করে। এ থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন। তিনি সেখানে যাতে আমাদের দাবিগুলো উপস্থাপন করেন, সেজন্য তার ভারত যাওয়ার আগ মুহূর্তে আজকের এই সেমিনার। আসুন আমার সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ হই। সবাই স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করি এবং তার হাতকে শক্তিশালী করি।’

সাংবাদিক মাহফুজুল্লাহ বলেন, ‘আমরা পানিকে জানি, কিন্তু পানিকে চিনি না। আমরা নদীকে জানি, কিন্তু নদীকে চিনি না। আমরা নিম্ন অববাহিকার দেশ বলে এক প্রকার সংকটে আছি। নিম্ন অববাহিকার দেশ বলে পানি ভাগাভাগিতে পিছিয়ে থাকব, এমনটা মনে করার কিছু নেই।’

অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান বলেন, পানি ইস্যুতে আমাদের দলমত নির্বিশেষে এক হওয়া দরকার।

সেমিনারে আরো বক্তব্য রাখেন- রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, প্রাক্তন রাষ্ট্রপতি সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়