ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিনিয়র সচিব মাহবুব আহমেদের চুক্তির মেয়াদ বৃদ্ধি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনিয়র সচিব মাহবুব আহমেদের চুক্তির মেয়াদ বৃদ্ধি

সচিবালয় প্রতিবেদক : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করে সোমবার আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, নতুন চুক্তির মেয়াদ হবে ২০১৯ সালের ৮ মার্চ পর্যন্ত।

চাকরির মেয়াদ শেষে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে মাহবুবকে দুই বছরের জন্য চুক্তিতে সিনিয়র সচিব নিয়োগ দেয় সরকার। এ চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ২৯ ডিসেম্বর। নতুন চুক্তির মেয়াদ ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে।

প্রসঙ্গত, ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মাহবুব আহমেদ সহকারী কর কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি ২০১৫ সালের ২৯ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। মাহবুব আহমেদের জন্ম মানিকগঞ্জে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়