ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নারী ভোটারদের উপস্থিতি বেশি

মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারী ভোটারদের উপস্থিতি বেশি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি।

সকাল ৮টার দিকে অশোকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন।

ভোট দিতে আসা আফিয়া খাতুন ও রমিজা বেগম বলেন, ‘সকাল ৭টার আগেই লাইনে দাঁড়িয়েছি। সকাল সকাল ভোট দিয়ে বাসায় যাবো।’

নির্বাচনে মেয়র পদে কাগজে-কলমে চারজন প্রার্থী রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা (নৌকা) এবং বিএনপি মনোনীত ও সদ্য বিদায়ী মেয়র মো. মনিরুল হক সাক্কুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। মেয়র পদে অপর দুই প্রার্থী হলেন জেএসডি মনোনীত শিরিন আক্তার (তারা) ও স্বতন্ত্র প্রার্থী মেজর মামুনুর রশীদ (টেবিল ঘড়ি)। সাধারণ কাউন্সিলর পদে ১১৪ ও সংরক্ষিত সদস্য পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

কুসিকের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, কেউ কেন্দ্রে ভোটের পরিবেশ বিঘ্নিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।




রাইজিংবিডি/কুমিল্লা/৩০ মার্চ ২০১৭/মহিউদ্দিন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়