ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রধানমন্ত্রীর এপিএস হলেন আশরাফ সিদ্দিকী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর এপিএস হলেন আশরাফ সিদ্দিকী

সচিবালয় প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব (এপিএস) পদে প্রাক্তন ছাত্রনেতা আশরাফ সিদ্দিকী বিটুকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আশরাফ সিদ্দিকী বিটুকে আগামী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পদত্যাগের শর্ত পূরণ সাপেক্ষে এ নিয়োগ চূড়ান্ত হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে উপসচিব আফসারী খানমের সই করা আদেশে বলা হয়েছে।

আশরাফ সিদ্দিকী বিটুর বাড়ি ময়মনসিংহ শহরে। তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তার বাবা আবু বকর সিদ্দিকী পেশায় আইনজীবী।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়