ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এলিফ্যান্ট রোডে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এলিফ্যান্ট রোডে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ছবি : শাহীন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক : কারখানা স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘এলিফ্যান্ট রোডের হেকজা গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কারখানাটি আদাবরে নেওয়ার সিদ্ধান্ত নেন। এ খবর শুনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।’

এদিকে শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে এলিফ্যান্ট রোডসহ আশপাশে যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েন মানুষ।




রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/মাকসুদ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়