ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘পুলিশের অতি উৎসাহের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পুলিশের অতি উৎসাহের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখে আঘাতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তে ঘটনার দিন পুলিশের কারো অতি উৎসাহের প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘পুলিশের তদন্ত কমিটি কাজ করছে। ঘটনার দিন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার শেল ছোঁড়ে। কিন্তু এ টিয়ার শেল ছোঁড়ার পেছনে কোনো ধরনের গাফিলতি বা অতি উৎসাহের প্রমাণ পাওয়া গেলে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হবে কি না? এ প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘মামলা একটি আইনানুগ প্রক্রিয়া। যা নিজ গতিতে চলবে। তদন্তের পর বলা যাবে, মামলা কোন পর্যায়ে যাবে। তবে মামলাটির যেন নিরপেক্ষ তদন্ত হয় সেজন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে তিনি দ্বিতীয় বিভাগ কাবাডির ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরো পড়ুন :





রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়