ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কাঁদানে গ্যাস নিক্ষেপকারীদের বিচার দাবি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাঁদানে গ্যাস নিক্ষেপকারীদের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কাঁদানে গ্যাস নিক্ষেপকারী পুলিশের বিচারের দাবি জানানো হয়েছে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সাত কলেজের শিক্ষার্থীদের ব্যানারে এ দাবি জানানো হয়।

সেখানে সাত কলেজের আন্দোলনের মুখপাত্র রাশেদ হাবিব বলেন, ‘শাহবাগে পুলিশের টিয়ারগ্যাস শেলে আমাদের সিদ্দিকুর রহমানের চোখের দৃষ্টি যাওয়ার সঙ্গে জড়িত পুলিশের বিচার করার কথা ছিল। কিন্তু তাদের বিচার হচ্ছে না। দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সময়মতো পরীক্ষার রুটিন ও ফলাফল চাই। সঠিক সময়ে লেখাপড়া শেষ করে দেশের জন্য কাজ করতে চাই।’

সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে অর্ধ-শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়