ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ভয় করবেন না, মাথা উঁচু করে চলবেন’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভয় করবেন না, মাথা উঁচু করে চলবেন’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা নিজেদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করবেন না। আপনারা এই দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন। আপনারা ভয় করবেন না, মাথা উঁচু করে চলবেন।’

সোমবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ জন্মাষ্টমী মিছিলের আয়োজন করে।

ওবায়দুল কাদের সংখ্যালঘুদের উদ্দেশে বলেন, ‘এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যে অধিকার, হিন্দুদেরও সেই একই অধিকার। বৌদ্ধ-খ্রিস্টানদেরও একই অধিকার।’

তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি। বিজয় অর্জন করেছি। এই মুক্তিযুদ্ধে কয়েক হাজার ভারতীয় সৈন্য রক্ত দিয়েছিল। আমরা একাত্তরে ভারতের সঙ্গে আমাদের রক্তের যে রাখি বন্ধন করেছি, সেই রাখি বন্ধন আজও আমাদের চেতনা ও মানসভূমিতে জেগে আছে। আমরা সেই চেতনা ও বিশ্বাস থেকে সরে দাঁড়াইনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘মাইনরিটি মাইনরিটি, এরকম ইনফেরিয়রিটি কমপ্লেক্স যদি থাকে তাহলে কিছু দুর্বৃত্ত আছে এরা আপনাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। এই দুর্বৃত্তদের রুখে দাঁড়ান। আমরা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার সরকার আপনাদের সাথে আছে। নীরবে চলে যাবেন না। মুখ খুলুন, কথা বলুন। আমি আপানদের নেতৃবৃন্দকে আমাদের অফিসে ডেকে কথা বলেছি- কারা হিন্দু সমাজের অধিকারে হস্তক্ষেপ করে, কারা জমিজমা ও বাড়িঘর নিয়ে সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করে- এসব দুর্বৃত্তের বিরুদ্ধে এগিয়ে আসনু। আমরা আপনাদের সাথে আছি। আমরা এদের মোকাবিলা করবই।’

তিনি আরো বলেন, ‘ভয় করবেন না। ভয় করার কোনো কারণ নেই। শেখ হাসিনাকে বিশ্বাস করেন। শেখ হাসিনাকে বিশ্বাস করলে আপনাদের নিরাপত্তা এই দেশে আছে, নিরাপত্তা থাকবে।’

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হাজী মো. সেলিম এমপি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ। জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়