ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বুধবারও থাকছে ট্রেনের অগ্রিম টিকিট কেনার সুযোগ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুধবারও থাকছে ট্রেনের অগ্রিম টিকিট কেনার সুযোগ

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে ট্রেনে ভ্রমণে আগ্রহীদের জন্য বুধবারও থাকছে অগ্রিম টিকিট কেনার সুযোগ।

রেলওয়ের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, বুধবার (২৩ আগস্ট) বিক্রি হবে ১ সেপ্টেম্বরের টিকিট।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, ‘স্বাভাবিক নিয়মেই বুধবার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এদিন আমরা ১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করবো।’

তিনি বলেন, ‘স্বাভাবিক সময়ে যে পরিমাণ টিকিট বিক্রি করা হয় বুধবারও সেই পরিমাণ টিকিট বিক্রি হবে।’

সীতাংশু চক্রবর্তী জানান, মঙ্গলবার বিক্রি করা হচ্ছে ৩১ আগস্টের ট্রেনের অগ্রিম টিকিট। সারা দিনে বিক্রির টার্গেট ২৫ হাজার ১০২টি টিকিট। এ ছাড়া অন্যান্য চলতি ট্রেন মিলিয়ে টিকিট বিক্রি হবে ৫০ হাজার।

গত কয়েকদিনের তুলনায় ৩১ আগস্টের অগ্রিম টিকিটের জন্য মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে ভিড় সবচেয়ে বেশি। সকালের দিকে প্ল্যাটফরমে তিল ধারণের জায়গা ছিলো না। দুপুর গড়িয়ে যেতে ভিড় খানিক কমে আসে। টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেকেই।

স্টেশন ম্যানেজার বলেছেন, যে পরিমাণ টিকিট বিক্রির জন্য নির্ধারিত আছে তার তিনগুণ বেশি টিকিট হলেও উপস্থিত টিকিটপ্রত্যাশীদের চাহিদা পুরণ করা সম্ভব না। কারণ, টিকিট প্রত্যাশীদের সংখ্যা এত বেশি যে সেই সংখ্যক ট্রেনও নেই, টিকিটও নেই।

বুধবার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনের ২৩টি কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত। অগ্রিম টিকিট বিক্রি শেষ হওয়ার নির্ধারিত সময় বিকেল ৪টা।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/সাওন/এসএন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়