ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈদযাত্রায় ওয়ালটনের সচেতনতামূলক প্রচার

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদযাত্রায় ওয়ালটনের সচেতনতামূলক প্রচার

সাফিউল ইসলাম সাকিব, সাভার : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সচেতনতামূলক প্রচার শুরু করেছে ইলেট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সেস ও ইলেকট্রিক্যাল পণ্যের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।

ঢাকার সাভার উপজেলায় বিভিন্ন মহাসড়কে দেখা যাচ্ছে ওয়ালটনের জনসচেতনামূলক ব্যানার-ফেস্টুন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের বিভিন্ন কর্মসূচিতেও পৃষ্ঠপোষকতায় থাকছে ওয়ালটন। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এরই মধ্যে স্থানীয় পরিবহন শ্রমিক-মালিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা জেলা পুলিশ।

মঙ্গলবার দিনব্যাপী সাভার ও আশুলিয়ায় এই মতবিনিময় করেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে ওয়ালটন গ্রুপের স্ট্যাটিক অ্যাড অ্যান্ড বিউটিফিকেশন বিভাগের সিনিয়র এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম অংশ নেন। 



মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাভার মডেল থানার কনফারেন্স রুমে সুশীল সমাজ, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিক-মালিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা হয়। এতে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নিজেদের মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী মো. আব্দুল গণি ও ওয়ালটন গ্রুপের স্ট্যাটিক অ্যাড অ্যান্ড বিউটিফিকেশন বিভাগের সিনিয়র এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান।

সেখান থেকে বের হয়ে ঢাকা জেলা পুলিশ সুপার অন্য কর্মকর্তাদের নিয়ে বাইপাইল ত্রিমোড়ে ওয়ালটনের জনসচেতনামূলক প্রচার কার্যক্রম পরিদর্শন করেন।



এ সময় ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, ‘ওয়ালটনের মতো দেশের অন্যান্য কোম্পানি মানুষের সেবায় এগিয়ে এলে দেশের আরো উন্নতি হবে। ওয়ালটনের এমন উদ্যোগের ফলে এবার ঈদে মানুষের মনে সচেতনতা কিছুটা হলেও বাড়বে।’

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের স্ট্যাটিক অ্যাড অ্যান্ড বিউটিফিকেশন বিভাগের সিনিয়র এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম বলেন, ‘মানুষের অসচেতনতার কারণে ঈদের উৎসব অনেক সময় ম্লান হয়ে যায়। এজন্য জনসচেতনতা বাড়ানো দরকার। তাই দেশীয় ব্র্যান্ড হিসেবে সড়ক সচেতনতা বাড়ানোর দায়িত্ব নিয়েছে ওয়ালটন। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের বিভিন্ন কর্মসূচিরও পৃষ্ঠপোষকতায় থাকছে ওয়ালটন।’



রাইজিংবিডি/সাভার/২২ আগস্ট ২০১৭/উজ্জল/শাহনেওয়াজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়