ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৫ জনকে ডিআইজি পদে পদোন্নতি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ জনকে ডিআইজি পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক  : অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদ থেকে পদোন্নতি পেয়ে বাংলাদেশ পুলিশের ১৫ কর্মকর্তা ডিআইজি হয়েছেন।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যারা ডিআইজি হয়েছেন তারা হলেন-পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) ড. হাসান-উল-হায়দার, কেএমপির পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবির পিপিএম, পুলিশ টি অ্যান্ড আই এম এর অতিরিক্ত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. শাহাবউদ্দিন খান বিপিএম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) ওয়াই এম বেলালুর রহমান, আরএমপির পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মো. মাহাবুবর রহমান পিপিএম-সেবা, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মীর রেজাউল আলম বিপিএম (সেবা), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) সেলিম মো. জাহাঙ্গীর, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়