ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত, ৩য় দিনে অসুস্থ ৫

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত, ৩য় দিনে অসুস্থ ৫

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে নন-এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন তৃতীয় দিনের মতো চলছে।

এদিকে অনশনে মঙ্গলবার পাঁচজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষকরা হলেন-বাবুল হোসেন (৫০), গোলাম নবী (৪৩), আনোয়ার হোসেন (৪০), এমরানুল হাসান (৩২) এবং সোহেল আলী (৫০)।

চিকিৎসকরা জানিয়েছেন, না খাওয়া, ঠান্ডা এবং টানা অনশনের কারণে শিক্ষকরা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচ দিনের অবস্থান কর্মসূচির পর টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচির আয়োজন করে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। অনশন কর্মসূচি ভাঙতে মঙ্গলবার বেলা সোয়া ১১টায় সেখানে আসেন শিক্ষামন্ত্রী।



রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়