ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা ছেড়েছেন মাওলানা সাদ

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ১৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা ছেড়েছেন মাওলানা সাদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তাবলীগ অনুসারীদের আন্দোলনের মুখে বিশ্ব ইজতেমায় অংশ না নিয়ে ঢাকা ত্যাগ করেছেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভী।

শনিবার দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেড এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তাবলিগ জামাতের এই আমির।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান মাওলানা সাদ কান্ধলভী। বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের কারণের সমালোচিত মাওলানা সাদের আগমন ঠেকাতে ওই দিন সকাল থেকে বিমানবন্দরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন তাবলিগ জামাতের একটি অংশ। পরে দুপুরে তাকে পুলিশি নিরাপত্তায় কাকরাইল মসজিদে নিয়ে যাওয়া হয়। ওই দিন বিকেলে তাবলিগের বিভক্ত দুই গ্রুপের সঙ্গে আলোচনায় বসে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সেখানে সিদ্ধান্ত হয়, মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় অংশ নেবেন না। তবে বাংলাদেশে অবস্থান করেত পারবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৭/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়