ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যান্ত্রিক ত্রুটি : সৈয়দপুর না গিয়েই ঢাকা ফিরল বিমান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যান্ত্রিক ত্রুটি : সৈয়দপুর না গিয়েই ঢাকা ফিরল বিমান

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে গিয়েও ১৮ মিনিট পর ফিরে এসেছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা ২৮মিনিটে ঢাকা থেকে ছাড়ে বিমানের ফ্লাইট নম্বর বিজি-৪৯৩। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিলে  ১২টা ৪৬মিনিটে উড়োজাহাজটি আবারও শাহজালালে নেমে আসে। এতে ৫৩ জন যাত্রী ছিলেন।

এ প্রসঙ্গে মোশাররফ হোসেন জানিয়েছেন, কোনো সমস্যা হয়তো হয়েছিল। তাই বিমানটি নিরাপদে ফিরে এসেছে। তবে এটাকে জরুরি অবতরণ বলা যাবে না।

প্রসঙ্গত, কদিন আগে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজের মতো বিমানের বিজি-৪৯৩ ফ্লাইটটিও একটি ড্যাশ-৮ উড়োজাহাজ।




রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়