ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩৪ লাখ মামলা নিষ্পত্তির জন্য জেলা সমন্বয় কমিটি

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৬ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৪ লাখ মামলা নিষ্পত্তির জন্য জেলা সমন্বয় কমিটি

সচিবালয় প্রতিবেদক : অনিষ্পন্ন ৩৪ লাখ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জেলা জজের নেতৃত্বে ‘জেলা মামলা সমন্বয় কমিটি গঠন’ করা হচ্ছে। এ কমিটি যেনো সঠিকভাবে কাজ করতে পারে সে বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ডিসি সম্মেলনে চতুর্থ কার্য-অধিবেশন শেষে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান।

ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না-জানতে চাইলে তিনি বলেন, আমরা মামলা জটে জর্জরিত। যেগুলি আমরা অনেক দিন ইনহেরিক্ট করেছি। আজকের পরিস্থিতি প্রায় ৩৪ লাখ মামলা অমীমাংসিত রয়েছে। সেক্ষেত্রে আমরা নতুন করে জেলা জজকে প্রধান করে ‘ডিস্ট্রিক কেইস কোর্ডিনেশন কমিটি’ গঠন করার উদ্যোগ নিয়েছি। এ কমিটি সাক্ষী বা ইনভেস্টিগেশন রিপোর্ট দ্রুত আসতে সহায়তা করবে। এক্ষেত্রে ডিসিদের ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছি।

এ কমিটিতে কারা কারা থাকবেন জানতে চাইলে তিনি বলেন, জেলা জজ, ডেপুটি কমিশনার, এসপিসহ জেলার কর্ণধাররাই কমিটিতে থাকবে। এ কমিটি সঠিকভাবে কাজ করতে পারলে মামলা জট কমে আসবে।

মাদকের মামলা নিস্পত্তিতে কোন পৃথক আদালত করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মুহূর্তে পৃথক আদালত মনে হয় করার প্রয়োজন নেই।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়