ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ওয়াকফ প্রশাসনকে উন্নত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলুন’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওয়াকফ প্রশাসনকে উন্নত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলুন’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সৎভাবে কাজ করে ওয়াকফ প্রশাসনকে উন্নত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

বুধবার ঢাকার ইস্কাটনে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ওয়াকফ প্রশাসনকে যুগোপযোগী, উন্নত ও আদর্শ প্রতিষ্ঠানে উন্নীত করতে হলে এর কর্মকর্তা-কর্মচারীদের আরো সততা ও যোগ্যতার পরিচয় দিতে হবে। একইসাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা বাড়াতে হবে। এক্ষেত্রে ওয়াকফ প্রশাসনের নবপ্রস্তুতকৃত ডিজিটাল ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ওয়াকফ প্রশাসন একটি ধর্মীয় অনুশাসনভিত্তিক সামাজিক কল্যাণকর ও সেবামূলক প্রতিষ্ঠান।  অসংখ্য মানুষের সাড়া জীবনের অর্জিত সম্পদ মহান উদ্দেশ্যে ওয়াকফ করে থাকে, যার দেখাশোনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ওয়াকফ প্রশাসন।  ফলে মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন, আমানত রক্ষা এবং জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের উদ্দেশ্যে এ প্রতিষ্ঠানের কার্যক্রমের মান আরো উন্নত করতে হবে।’

শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘পৃথিবীর বহু দেশ ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের মাধ্যমে মানবকল্যাণে বহুমুখী কাজ করে থাকে।  বাংলাদেশের ওয়াকফ প্রশাসনকেও আমরা একটি কল্যাণমূলক প্রতিষ্ঠানে উন্নীত করতে চাই।  সে লক্ষ্যে এ প্রতিষ্ঠানের জনবল বৃদ্ধি, আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহারসহ সকল বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, যুগ্ম সচিব (সংস্থা) মো. আ. হামিদ জমাদ্দার, যুগ্ম সচিব (হজ) এ বি এম  আমিন উল্লাহ নূরী, উপ-ওয়াকফ প্রশাসক আব্দুস সামাদসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়